ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক- মামনুন হাসান ইমন। আগামী শুক্রবার (৩ জুন) মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘আগামীকাল’। সিনেমাটিতে ইমনের নায়িকা জাকিয়া বারী মম। ছবির নির্মাতা অঞ্জন আইচ।
শনিবার (২৮ মে) রাজধানীর পান্থপথের একটি রেস্টুরেন্টে এ সিনেমা মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সিনেমার গল্প, চরিত্রসহ নানা বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ইমন বলেন,“‘আগামীকাল’ পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। এই সিনেমায় আমি চিত্রনায়ক ইমন নয়, অভিনেতা ইমন হিসেবে হাজির হচ্ছি। গল্পের চরিত্র হয়েই অভিনয় করেছি। আশা করি সবার সিনেমাটি ভালো লাগবে।”
পরিচালক অঞ্জন আইচ বলেন, “‘আগামীকাল’ একটি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা। এটার পরতে পরতে উৎকণ্ঠা, উত্তেজনা রয়েছে। এতে ইমন, মম, সূচনা ও শতাব্দীসহ সবাই দারুণ অভিনয় করেছেন। সব মিলিয়ে একটি ভালো সিনেমা হতে যাচ্ছে। আমার বিশ্বাস দর্শক সিনেমাটি ৫ মিনিট দেখলেই শেষ না করে আর উঠতে পারবেন না।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক অঞ্জন আইচ, অভিনেতা মামনুন ইমন, অভিনেত্রী সূচনা আজাদ, অভিনেতা তারেক স্বপন, প্রযোজক ও পরিবেশক জাহিত হাসান অভি, নির্মাতা সানী সানোয়ারসহ অনেকে।
শনিবার ছিল নায়ক ইমনের জন্মদিন। এই অনুষ্ঠানে শেষে কেক কেটে তার জন্মদিন উদযাপন করে ‘আগামীকাল’ সিনেমার টিম।
ইমন-মম ছাড়াও এ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন টুটুল চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, ফারুক আহমেদ, আশিস খন্দকার, সাবেরী আলম, তারেক স্বপন প্রমুখ।